শুধুমাত্র “স্নাতক” পাশ থাকলেই অফিসার পদে “বেঙ্গল গ্রুপে চাকরির সুযোগ---
বেঙ্গল গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ সম্প্রতি সময়ে নিয়োগ বিঙ্গপ্তি প্রকাশ করেছেন। প্রতিষ্ঠানটি তাদের ইউপিভিসি সেষ্টরে লোকবল নিয়োগ করবে। অগ্রহীরা সরাসরি অথবা ডাকযোগে আবেদন করতে পারবেন।
পদের নামঃ সেলস অফিসার।
পদ সংখ্যাঃ 15 টি।
স্থানঃ বেঙ্গল হাউজ, 75 গুলশান এভিনিউ, রোড: 30, গুলশান-1 ঢাকা-1212
চাকরির দায়িত্বসমূহঃ
- ইউপিভিসি দরজা সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে।
- বাংলাদেশের যেকোনো স্থানে কাজের আগ্রহ থাকতে হবে।
- চাপ সামলে কাজ করার আগ্রহ থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতাঃযেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ ।
বয়স সীমাঃ 18 বছর থেকে 30 বছর।
প্রয়োজনীয় বিষয় সমূহঃ
- সংশ্লিষ্ট বিষয়ে 1-2 বছরের অভিঙ্গতা থাকতে হবে।
- প্লাষ্টিক, পলিমার, ইউপিভিসি দরজা সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে।
বেতনঃ 8500 টাকা থেকে 10000 টাকা।
সুযোগ - সুবিধাঃ
- মোবাইল বিল
- বার্ষিক
- উৎসব ভাতা (বছরে দুইবার)
- টিএ/ডিএ ভাতা প্রদান করা হবে।
আবেদনের শেষ তারিখঃ 5 ফেব্রয়ারি 2022
কেথায় আবেদন করবেন?
আবেদনপত্র পাঠাতে হলে, বেঙ্গল হাউজ, 75 গুলশান এভিনিউ, রোড: 30, গুলশান-1 ঢাকা-1212 ( এই ঠিকানায়)।
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন